সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩, ২৪ মাঘ ১৪২৯, Monday, February 6, 2023
ইলিয়াস-সুবাহর মামলার প্রতিবেদন ২৭ ফেব্রুয়ারি

যৌতুকের অভিযোগে গায়ক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। ইলিয়াসের স্ত্রী অভিনেত্রী শাহ হুমায়রা হোসেন সুবাহ এ মামলা করেন।
সোমবার (৭ ফেব্রুয়ারি) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেননি।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন। গত ৩ জানুয়ারি বনানী থানায় মামলাটি করেন তিনি।
এ ছাড়া কণ্ঠশিল্পী ইলিয়াস হোসেনের নামে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনেও মামলা দায়ের করেন তার স্ত্রী অভিনেত্রী সুবাহ।
গত বছরের ১ ডিসেম্বর সংগীতশিল্পী ইলিয়াস হোসাইনকে বিয়ে করেন সুবাহ। এটি সুবাহর প্রথম বিয়ে হলেও ইলিয়াসের তৃতীয় বিয়ে।