সোমবার, ২৩ মে, ২০২২, ৯ জ্যৈষ্ঠ ১৪২৯, Monday, May 23, 2022
সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচন অসম্ভব: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত না হলে সার্চ কমিটি ও তাদের দ্বারা গঠিত কমিটি দিয়ে গ্রহণযোগ্য, সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব নয়।
সার্চ কমিটির বিষয়ে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দলের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের এমনই মন্তব্য করেছেন তিনি।
তিনি বলেন, সার্চ কমিটির সবাই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। বিএনপি মনে করে সার্চ কমিটি তাদের কমিশন গঠন এর প্রক্রিয়া অর্থহীন ও অগ্রহণযোগ্য। সার্চ কমিটির প্রধান, বিচারপতি ওবায়দুল হাসান ছাত্রলীগের সক্রিয় সদস্য ছিলেন।
এর আগে গতকাল সোমবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের কাছে এটির (সার্চ কমিটির) কোনো মূল্য নেই। তাই নাম দেওয়ার তো প্রশ্নই ওঠে না। গতবার এবং আগের বারের অভিজ্ঞতা দেখেছি এতে কোনো লাভ হয় না।