সোমবার, ২৩ মে, ২০২২, ৯ জ্যৈষ্ঠ ১৪২৯, Monday, May 23, 2022
মার্কিন প্রকৌশলীকে মুক্তি দিলে তালেবানের স্বীকৃতি বিবেচনা করবে যুক্তরাষ্ট্র

দুই বছর আগে আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে অপহৃত হন মার্কিন নৌপ্রকৌশলী মার্ক ফ্রেরিচস। এরপর থেকে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। তার মুক্তির ওপর তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার বিষয়টি নির্ভর করছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বলেছেন মার্ককে মুক্তি না দেয়া পর্যন্ত তালেবান সরকারের স্বীকৃতির বিষয়টি বিবেচনা করবে না তার প্রশাসন।
বাইডেন প্রশাসনের ধারণা আফগানিস্তানের হাক্কানি গ্রুপের কাছে মার্ক বন্দী আছে। তবে তালেবান মার্ককে বন্দী রাখার বিষয়টি অস্বীকার করেছে। তালেবানের রাজনৈতিক মুখপাত্র বার্তা সংস্থা এপিকে জানিয়েছে, মার্ক সম্পর্কে কোনো তথ্য তাদের জানা নেই। মার্ক ফ্রেরিচস হলেন একজন আমেরিকান সিভিল ইঞ্জিনিয়ার যিনি ২০২০ সালের জানুয়ারিতে আফগানিস্তানে নিখোঁজ হয়েছিলেন। প্রায় ১০ বছর ধরে আফগানিস্তানে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন তিনি।
ওয়াশিংটনের মতে, তালেবানের হাতে যুক্তরাষ্ট্রের শেষ বন্দী হচ্ছেন ফ্রেরিচস। তাকে মুক্ত করতে পারলে তালেবানের বিরুদ্ধে বড়সড় সাফল্য পাবে বাইডেন প্রশাসন।
এই বিষয়ে এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘তালেবান যদি আফগানিস্তানের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে বিন্দুমাত্র আশাবাদী হয়, তাহলে ওই মার্কিন নাগরিককে দ্রুত মুক্তি দিতে হবে। এটা নিয়ে কোনো আলোচনা হবে না। কোনো মার্কিন নাগরিকের নিরাপত্তা বিঘ্নিত করা বা নিরীহ মানুষকে হুমকি দেয়া মেনে নেয়া হবে না। কাউকে অপহরণ করা অত্যন্ত কাপুরুষোচিত কাজ।’