সোমবার, ২৩ মে, ২০২২, ৯ জ্যৈষ্ঠ ১৪২৯, Monday, May 23, 2022
ব্রাজিলে ভূসিধস ও বন্যায় ১৮ জনের প্রাণহানি

ভারী বৃষ্টিপাতে সৃষ্টি হওয়া ভূসিধস ও বন্যায় ব্রাজিলের সাউ পাউলো রাজ্যে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে।
গত শুক্রবার থেকে এই মৃতদের মধ্যে সাত শিশু রয়েছে বলে রোববার জানিয়েছেন জননিরাপত্তা কর্মকর্তারা। সাউ পাউলো রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এসব ঘটনায় আরো ৯ জন আহত এবং আরো পাঁচজন নিখোঁজ রয়েছে। রাজ্যে গৃহহীন হয়ে পড়েছে প্রায় পাঁচ শতাধিক পরিবার। সাউ পাউলোর গভর্নর জোয়াও ডোরিয়া রোববার বন্যাকবলিত অঞ্চল আকাশপথে পরিদর্শন করেন।
তিনি জানান, আক্রান্ত শহরগুলোতে জরুরি ত্রাণকাজ চালাতে দেড় কোটি স্থানীয় মুদ্রা বরাদ্দ করা হয়েছে।
বৃহত্তর সাউ পাউলো এলাকা ঘিরে বন্যাকবলিত এলাকাগুলোর মধ্যে রয়েছে আরুজা, ফ্রান্সিসকো মোরাতো, এমবু দাস আর্তেস এবং ফ্রাঙ্কো ডা রোচা। ঝড়ের কবলে ক্ষতিগ্রস্ত হয়েছে ভার্জিয়া পাউলিস্তা, ক্যাম্পো লিম্পো পাউলিস্তা।