সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩, ২৪ মাঘ ১৪২৯, Monday, February 6, 2023
কোলন শহরের মেয়রের আযান নিয়ে করা টুইট

জার্মানির শহর কোলনে মসজিদে আযান দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। শর্ত সাপেক্ষ দেওয়া এই অনুমতির পক্ষে বিপক্ষে চলছে আলোচনা। শহরের মেয়র হেনরিয়াটে রেকার আযানের পক্ষে নিজের অবস্থান তুলে ধরে টুইটারে পোষ্ট করে জানান, 'কোলন ধর্মীয় স্বাধীনতার শহর।'